অচেনা লাগে এই পৃথিবী যখন,
চেনা শত্রুদের ভিড় ক্রমাগত বাড়ে/
সভ্যতা কে বাস্তবীয় নাটক মনে হয়,
যখন পুরনো আঘাত গুলো পুনরায় মনে পড়ে /
তবুও তো পথ চলতে হয়, দুঃখ কে সুখ,আর সুখকে হাসিমুখে দুঃখ ভেবে নিতে হয় /
শহর মনে হয় গ্রামের কাছে হার মানে, কখনও পুকুরের কাছে সাগরের নিশ্চিত পরাজয় /
বট বা হিজলের মতো দাঁড়িয়ে থেকে দেখে যেতে হয় সাকার স্বপ্নের ধ্বংস /
মাছের মতো নিথর চোখে বুনে যেতে হয় নতুন স্বপ্ন, বিয়োগ হয় জীবনের কিছু অংশ /
অথবা অনন্ত পথ হাঁটার শপথ নিয়ে থমকে দাঁড়াতে হয় ক্লান্ত পথিকের মতো /
নিভে যেতে চায় বুকের আগুন, তবু সিগারেটের মতো পোড়ায় জলন্ত ক্ষত /


প্রেমিকা চিরসত্য নয়, চন্দ্র সূর্যের মতো উদীয়মান বাস্তব ধ্রুবসত্য /
চলতে হবে অপমান চোখে নিয়েই, জানতে হবে সব হেরে জিততে শেখার ব্রত /
বয়স বাড়ছে আঙ্গুলের ফাঁকে, জমছে কান্না চাপা ফ্যাকাসে বসন্ত /
লড়াই ছাড়া জন্মটাই বৃথা, শুধু এগিয়ে চলতে হবে অনন্ত থেকে অনন্ত /
হাসতে হবে থাকুক না হাজার অভিমান, গাইতে হবে গান হোক না বেসুরো /
বাঁচতে হবে আরও কয়েকটা শতাব্দী, জীবন তো এখনও বাঁচা হয়নি পুরো /