আমার বোবা আক্ষেপের গায়ে
এক থোক কালো রক্ত, তাজা নয়
আক্ষরিক অর্থে ব্যর্থতা এক রাশ
যন্ত্রণা আর সীমাহীন ভয়
অথচ এ ভয় হেরে যাওয়ার নয় অভিমানের ওপর অভিমান জমার
ব্যর্থতা অলীক জীবনের গড্ডলিকা
অপমান না পাওয়া শেষ ক্ষমার
সকালের স্নিগ্ধ যে আলোয় গড়ে ওঠে পরবর্তী গাঢ় রাত্রির স্বপ্নের বুনিয়াদ
বিকেলের আবছা গোধূলির আয়নায়
মূর্ছা যায় ভাবনার সদ্যজাত দুনিয়া
কি দিয়ে গড়ে ঈশ্বর শরীর এবং মন
তেইশটা বসন্ত পেরিয়েও জানা নেই
বাঁচতে চায় আবার যে জীবন
তবু বারবার ভুল চিনি নিজেকেই