সম্পূর্ণ নগ্ন হয়ে শুয়ে আছে এক নারী রঙ-তুলির বৈচিত্রে অনবদ্য এক সৃষ্টি ফুটিয়ে তুলছে এক পুরুষ /
কেউ বলছে সৃষ্টির আদি পর্যায়ের এ এক সুন্দরতম চিত্রায়ণ /
কেউ দৃষ্টিভঙ্গি বদলে নোংরামি খুঁজে পেয়েছে /
অধিকাংশ সভ্যতার সভ্যরা বলছে চিত্রকর যৌনতামূলক মুখোশ পরিহিত, আর নারীটি কামের তৃপ্তিতে খোলা পিঠে পালকের ছোঁয়া নিতে পাগল /
অথচ পুরুষের তুলিতে চিরকাল এভাবেই সেজে এসেছে নারী,
পুষ্পসম্ভারে নিজেকে করে তুলেছে আকর্ষণীয় /


মুছে যাক সমস্ত বর্বরতা /
নগ্নতা পোশাকে ঢাকে কিনা জানি না /তবে নিশ্চুপ এই চিত্রাঙ্কনে আমি অন্যায় কিছু খুঁজে পায়নি /
শিল্প সমালচনার ঊর্ধ্বে,সভ্যতা শিল্পীর তুলির অনেক নীচে,
আর যৌনতা শিল্পেরই অবিচ্ছেদ্য অঙ্গ /