জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো
চিনে তার জন্ম হলো,পৃথিবী টলো মলো।
চরিত্র তার গিরগিটি গোত্র  ধংশ লীলা
চোখে তাকে যায়না দেখা ঘুরছে সারা বেলা।
অদৃশ্য এক যোদ্ধা ছিলো নামটি মেঘনাদ
মেঘের পাশে লুকিয়ে সে করত বাজী মাত।
রামায়ণ ফিরে এলো আধুনিক কালে
ভাবছে বসে বিশ্ববাসী কি আছে কপালে।
বর্তমানে রামায়ণের চরিত্রটির যে নাম-
মেঘনাদ নয়,মহাবিশ্বে করোনা এক জার্ম।
মেঘনাদ বধ হয়েছিলো রামায়ণেতে
করোনাকে মরতে  হবে এই বিশ্ব জগতে।
মনে পরে আদীম কালে বোর্গী এলো দেশে
লকডাউনে আর কতো দিন থাকবে ঘরে বসে।


বিপ্লবীরা জীবন দিয়ে বোর্গী  তারালো
দেশবাসী তাই ঘর ছেড়ে বাইরে বেরুলো।
বিপ্লবী নয়, ল্যাবোরেটরি ভাবছে বসে ফাঁদ
বিজ্ঞান তার শক্তি দেবে ফিরে পাবে চাঁদ।
বিশ্ব জুরে ল্যাবোরেটরিতে চলছে যেগো কাজ
ভয় পেওনা বিশ্ববাসী করোনাতে পরবে এবার বাজ।
বাজটি তার ভ্যাকসিন হবে,চলছে কঠিন ধ্যান
জীবন দিয়েও মারবে তাকে সে হলো বিজ্ঞান।
তাইতো বলি বিজ্ঞান ভাই, আছে যতো জ্ঞান
বিশ্ব মাঝে দাওগো ঢেলে ফিরে পাবে প্রাণ।
বলছি আমি বিজ্ঞান ভাই, লকডাউন আর নয়।
নিয়ম মেনে বেরিয়ে এসো পেওনা আর ভয়।।