প্রথম এসে ছিলে যে দিন
পিয়লি বাতাসের মতন
                     পিয়লি হয়ে,
মেঘ রাঙা আকাশের উঁকি মারা
জ্যোৎস্নার মতন
                     মার্জিত হয়ে।

করবো আলাপ জেগে ছিল মনে,
                    ছিল এই টুকু আশা।
কিন্তু জানকি তখন তুমি ?
               মনে ছিল না ভরসা।


এক অব্যক্ত যন্ত্রণা নিয়ে, এক অব্যক্ত স্মৃতি-
                    নিয়ে তাকিয়ে ছিলাম,
নিশ্চেতন কল্পান্তের রঙ লাগিয়ে
                    তোমাকে ভেবেছিলাম
  কোন দেব লোকের অপ্সরী।


আজ সেই রঙিন নয়নে রঙিন করে-
           তুলেছি তোমাকে, বলেছি ভালোবাসি।
গাল ভরা হাসি নিয়ে, কোকিল কণ্ঠে-
           বলে ছিলে তুমি ,
            ভালোবাসি।।