ঝংকারে  উঠল কেঁপে হুঙ্কারের ঘূর্ণি ঝড়,
নটরাজে নাচছো তুমি, কেমন করে রাখবো ভর।
হুমড়ি খেয়ে পরলে নিচে করলে তুমি যক্ষপুরী,
সর্বহারা করলে কেন এতই কেন অত্যাচরী?


সর্বনাশা ভাঙল পাঁজর, ঘর বাড়ি আর অট্টালিকা
আনলে কেন ? আঘাত কাঁটা কেঁদে ওঠে লতা পাতা,
বন্য পশু কাঁদছে বনে, ফুল পাখিদের নেইকো ঠাঁই
শূন্য মাঠে ঘুরছে গাভী তাদের কোন খাবার নেই।


নির্লজ্জ ঘূর্ণি তুমি অন্ধ চোখে ঝড় তোলো,
দেখবে যদি মহাপ্রলয় তবে তুমি চোখ খোলো।
মাঝে মাঝে আঘাত আনো আয়লা ফণী আমফানে
রক্ত চক্ষু প্রলয় পবন ,মারছ তুমি সবখানে।


জানি তোমার কঠিন আঁখি রাখবে ধরে রুদ্ধদ্বারে,
দেখবে কখন? মরছে যারা তোমার ভরে।
মহামারীর বন্যা যেদিন দেখবে তুমি চোখ খুলে,
কণ্ঠ ছিঁড়ে কাঁদবে সেদিন শক্তি তোমার সব ভুলে!