তোমার খোঁজে
              ----শিবশঙ্কর দাস
আজি ভুবন মাঝে
তোমারে খুঁজি;
বেলার কাছে
আমি অবুঝি।
বৃক্ষ যেখানে ঘন ঘন
আর যেখানে শূন্য জন।
ভোগ বিলাসের হয়ে বিপরীত
শুধু খুঁজে বেড়ানো আমারই ঋত।
নব কল্পনার করি রূপায়ণ,
গা ঘেঁষে চলে নব পদার্পণ।
এ সব ঘটমান:
তব অন্বেষণে,
আমি ব্যতীত হয়রান
সূর্য অপরাহ্নে।


রাত্রি বড়ো মায়াবী চাল চালে
চন্দ্রের চতুরালি আসে অন্তরালে:
কে যেন বলে যায় ঠিকানা তব
আমার কানে কানে,
হু হু বাতাসের অট্টহাসি চলে ধ্রুব
এটা যে মিথ্যা তা সে জানে।
আমি ঠকে যাই ঠিকানা দোষে,
ঘু্রিফিরি গোটা রাত এক ভয়ঙ্কর ত্রাসে।
তবুও খুঁজি তোমায় আমি একেলা
দিন-রাত্রি'র বেলা করে অবহেলা।
তাই তো, আজি ভুবন মাঝে
           তোমারে খুঁজি;
     আর, বেলার কাছে
            আমি অবুঝি।