ভালোবাসা যে অতি কষ্ট,
সেটা বুঝাই যায় না ।
ভালোবাসা দেওয়া যায়,
কিন্তু নেওয়া যায় না ।
ভালোবাসা সৃষ্টি করা যায়,
কিন্তু শেষ করা যায় না
ভালোবাসা এমনই এক অংশ,
সেটা মাপা যায় না
ভালোবাসা সময়ের সাথে সাথে যদি,
কমে যায় তাহলে;
বুঝতে হবে যে,
সেটি কখনোই ভালোবাসা ছিল না
তাহলে মানুষ কেন,
কাউকে মন থেকে ভালোবাসতে পারে না;
ভালোবাসা হল নদীর স্ত্রোতের মতো,
হাজার চেষ্টা করার পরই তার সামনে যেতে পারি নি ।
যেদিন থেকে ভালোবাসতে শিখেছি,
সেদিন থেকে আনন্দ কি জিনিস তা শিখেছি ।
যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেছো,
সেদিনই বুঝতে পেরেছি আনন্দ ক্ষণস্হায়ী হলেও কষ্ট দীর্ঘস্হায়ী।
ভালোবাসার প্রিয়  মানুষ কখন কাছে থাকে,
আবার কখনও দূরে চলে যায় ।
তবুও ভালোবাসা এমনই এক অংশ;
তা কখনও ভুলতে পারি নি ।


                            ছাত্র, বাংলা বিভাগ
                     আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর