আমি গ্রন্থ খুঁজতে আসিনি ভাই ;
আমি খুঁজি শুধু মানুষ ।
আমি জানতে আসিনি জাতি ।
আমি জাতির নামে শুনেছি বজ্জাতি ।
আমি খুঁজতে আসিনি যবন-কাফের ;
খুঁজতে আসিনি মৌ-পুরোহিত ।
খুঁজতে আসিনি ধর্ম-বর্ণ ;
করছি শুধু কর্ম ;
কর্ম ধর্ম সব এক করছি ভেঙ্গে গড়ি সব চূর্ণ ।
আমি নাও এ হাল ধরিয়াছি ;
কে আছো মোর যাত্রি ।
আমি রমণীর কলসীর নই জল ।
আমি সাগরের ঢেউ ;
উন্মাক্ত পাগল প্রেমি ।
যত কিছু কও সব কিছু শুনি ;
হিসাবে করিয়াছি আঙ্গুল গুনি ।
ধর্মের বুকে পাথর চাপিয়ে ;
মানুষ খুজেছি আমি ।


         রচনা            মুন্না নাথ ।
                 (বাংলা সাম্মানিক বিভাগ
                  জনতা কলেজ, কাবুগঞ্জ)