শারদীয়ার আনন্দে ভালোই ছিলাম বেশ,
"বিজয়া"-তে সবার মনের পুজো শেষ।
মায়ের নাকি ভাসান হবে বিসর্জনের মন্ত্রে!
এত আনন্দ পন্ড হবে কার গোপন ষড়যন্ত্রে?
"বিজয়া"-তে মায়ের বিদায় এমন কিন্তু নয়!
বাপের বাড়ি ছাড়তে হবে,মেয়ের চোখে ভয়।
মায়ের হবে ভাসান, বিজয়ার এই গানে।
সাংসারিক জটিলতা ফিরবে আবার মনে।
স্বামীও আজ চলে যাবে, ডাকছে কর্মস্থল।
ঘোমটা করছে গোপন, স্ত্রীর চোখে জল।
ছোট্ট মেয়েটির বাবাও আজ চলে যাবে।
শৈশব কেমন কাটবে, বাবার অভাবে?
আলোর ঝর্ণা আস্তে আস্তে শুকিয়ে হচ্ছে কাঠ,
মেলা তখন বেলাশেষে, পলিথিনে ভরছে মাঠ।
তখনও ছোট্ট মেয়ের মনে শুধু ঘুরছে নাগরদোলা,
বিসর্জনের সাথে সাথে পড়াশোনাও হয়েছে ঘোলা।
কুয়াশা মোড়া শরতের দেশে বইছে হিমেল হাওয়া।
সময়ের কালস্রোতে সবাই কে জানাই "শুভ বিজয়া"।