জানি তোমাদের সাথে সুর মেলাতে পারবো না কোনও দিন,
তবু চেষ্টার ত্রুটি থাকবে না এ স্বত্বার,
চলার পথে একসাথে ভিন্নমতে ধরবে সে গান,
অন্তরবীণায় বাজবে করুণ মীরের টান |


অন্ধকুপের পিছলে জাতপাত ধর্মকলে
যদি পিষতে চাও তারে,পাবে না কিছুই নির্যাস |
মৃত্যু তাকে স্বাগত জানাবে তোমাদের ঐ
শ্রদ্ধান্জলীর পুষ্প-খর্গের শাণিত ফলায়|
নোনাজীবের রক্তের ফোটায় হয়তো
উপহাস হেসে বলবে সে একবার,কাপুরুষ!
কাপুরুষ তুমি লড়াইয়ের ময়দানে|
আমি বলবো লড়া-ই!
লড়াইতো করতে চাইনি কারও সাথে!
থাকতে চেয়েছি পাশাপাশি,বাঁচতে চেয়েছি আরও কিছু বেশী,
ঢেউ হোয়ে আশ্রয় চেয়েছি অন্য তীরে |


লেখক,কবি, সকলেই করেছে তুলনা লেখনিতে,
হৃদয়ের সাথে কুসুম, কাবেরী, কত না কিছুর সাথে!
মিথ্যে, সবই মিথ্যে--!
কুসুম তো কখনও চায়না ঝরাতে পাঁপড়ি অন্য কুসুমের,তবে
উপহাস কেন গরল ঢালে ঐ নিষ্পাপ সৃষ্টিতে !


জীবন !সে তো গবেষনাগার !
ভাঙ্গা জোড়ার খেলা,আয়না- ঘরে উল্টে পাল্টে নিজেকে দেখা
মুখোশ ছিঁড়ে নিজেরই সামনে নিজেকে করিয়ে দাঁড়
দগদগে ঐ কঙ্কালে সহস্রক্ষত ঘুণ পোকার |


সে অশুখ সারবার নয় কোনও পথ্যে,
হোমিও বলো বা এলোপাথ্যে |
লাগাতে হবে নিজেরই তৈরী মলম, আ্যন্টিসেপ্টিক্
মাত্রা গুনে মানবতার ফর্মূলে কোনটা ভুল কোনটা সঠিক |