অনুভবী আবিরে যখন সাজালে
দিলে এঁকে বসন্ত উপুড় ঝুপুড়
তিথি মেনে এলে কেন অতিথি
চলনের সংযমে শেকলের সুর?
ক্রমাগত বিলি করা পালকের রং
বয়ে যায় জেলকালি,কাগজ কলম
রমণীয় করে থাকা কাজলের ঘ্রাণ
তীর নাকি তূণীরের আপাত বিভ্রম!