নাঃ,ফিরিনি এখনও ভাঙাচোরা আয়োজনে।
আনমনে হেঁটে চলি সকালের রোদ্দুর,এলোমেলো বাড়ি
এস্কেলেটর আড়ি দিয়ে সিঁড়ি  বেয়ে বাতাসিয়া মুখ
অসুখ ডালের ফাঁকে ঝোপালো প্রতীক্ষা প্রতীক্ষা
শাড়ির আঁচল ভিক্ষা পেতে মেলে ধরে নিষিদ্ধ যুক্তাক্ষর
শান্তি দেয়না যে আবেশপ্রহর তাদের নামগুলি সাঁটিয়ে দিই পরিযায়ী পা'য়
ফেলে আসা বাসায় ততক্ষনে শালিখের দল দখল করেছে নিয়তি
ভবিষ্যৎ লাফায় প্রতি উড়ান ডানায়
ধীরে ধীরে ছুঁয়ে চলেছি ছোটো হতে থাকা ছায়া
রোজ যার মায়াজাল ঘুমভাঙা শহরের গা'য়
প্রত্যাখ্যাত বন্ধ্যা দুটি হাতের নির্ভরতায় শিরোনামহীন তাকে নতুন কালিতে লিখি নীল নির্জনে


তারপর--


পাতা ছিঁড়ে  নৌকো ভাসানো চলে অঝোর শ্রাবণে।
নাঃ,ফিরিনি এখনও ভাঙাচোরা আয়োজনে।


অদিতি চক্রবর্তী