অতীত


~অদিতি চক্রবর্তী
--------
সেদিন বড্ডো সহজ ছিলো
চোখের সোজা চোখ রাখা
সহজ ছিলো বারণ কেটে
কারণ ছাঁটার ফুল শাখা।
পাখার সাথে উড়ান ডানার
কৌশল ও স্বপ্নলোক
সহজ ছিলো ভাবতে পারা
একটি তারা আমার হোক।
আজকে উলের গোলার মতো
গড়াচ্ছে সব উষ্ণতা
বুনতে শেখার আঙুল গুলো
খুলছে কেবল শুন্যতা।
সবটা অতীত হারিয়ে গেছে
কোন ঠিকানায় জানিনা তা
অতীত ছবি ঝুল ঢেকেছে
চিনি ছাড়াই খাচ্ছি চা
সহ্য যখন অসহ্যকে
ভালোবেসেই ঘর করে
ঘড়ির কাঁটার বিড়ম্বনা
সাঁটিয়ে রাখি অক্ষরে।