এক পৃথিবী বিড়ম্বনার
শিকার হয়েও আছি বেঁচে
পাশের মানুষ আজ বুঝেছি
হারিয়ে আমায় উঠবে নেচে।
ব্রাত্য আমি, তবুও কেন
পেলাম এতো লম্বা জীবন?
দরকারি যার সামলে নেবার
তার শিয়রে তোমার সমন?
কেন এমন বিচার ধারা
কান্না আসে, উত্তর ও নাই
যতোই ডাকি প্রভূ আমায়
যোগ্য করো নচেত পালাই
এত্তোগুলি চোখের জলে
বিন্দুমাত্র ঠাঁই জোটেনি
একটা জীবন বৃথাই গেলো
একটা প্রাণেও সুখ মেটেনি
ঘোলা চোখে তাকাই যতোই
একটি চোখেও পাইনা সাড়া
সেদিন গুলো হারিয়ে গেলো
অপেক্ষাতে থাকার পাড়া।
কি লাভ প্রভূ হাত,পা, কেটে
গলা কাটার সময় যখন
এখন আমি তোমার বুকে
একটু সুখের চাইগো মরণ।
@ অদিতি