কবিরা মিথ্যা বললে পাপ লাগে--
আজ খুব খুশির বাতাস তোমার পুরোটা মুখে
দাঁড়াও, আমি শাঁখটা বাজিয়ে দিই আগে
তারপর তুমি বরং ফোঁড়তোলা আসনে বসো।
আরে, আরে তাড়াহুড়ো নয় একটু সবুর
অনি, সৌমি কোথায় গেলিরে সব
ওইতো সোমাও এলো,জানলায় ফুলকাটা রোদ্দুর
দ্যাখ তো দিদিকে আমাদের আজ কেমন দেখাচ্ছে
ঠিক যেন লক্ষ্মী প্রতিমা চেয়ে আছে।
কুয়ো পাড়ে জবা গাছটাও নুয়ে নুয়ে উলু দিলো আজ।
নতুন গুঁড়ের পায়েসটা, হাঁ মুখে নাও তো দেখি
পৌষের হাওয়ায় হাওয়ায় বয়ে যাক্ টুকরো খুশির কোলাজ।