আকাশটা মেঘে ঢাকা সূর্য অন্য দেশে
ঘুমিয়ে মেঘের বাড়ি নদীর বাঁকের শেষে।
কুলুকুলু হাওয়া বয় মাঝি নাও সামলাও
শীত শীত শরীরটা গামছা জড়িয়ে দাও
বকুল মুকুল ঝরে ব্রাহ্মণী হাঁসের পাখায়
দূরের প্রেমিক ঘণ হয়ে বসে গা'য় গা'য়
দুলল দোদুল মেঘ ময়ূরী সাজালো পেখম
মিয়ামল্লারে শুরু দরবারী শেষে গমগম
একটু পরেই টুপটাপ ধরলো বৃষ্টিরা ধূন
কখনো ঝিরিঝিরি কখনো অঝোর দ্বিগুন|
ধমকে চমকে মেঘাসুর দেছুট প্রবল প্রতাপে
মেঠোপথে কৃষকের বউ লুঠ গরু গুনতিতে
পানকৌটি ডিমখানি আগলায় মেলে ডানা
রমার শাউরি কাপড় গুটায় ছেলে-বৌ তালকানা
পাট পাকাচ্ছে ভীম, নতুন অতিথি ঘরে
চাল ভাজা স্বাদে জেলেডিঙি জাল ছোড়ে
বৌঝিরা একসাথে তাঁত পাড়ে সুতো তোলে
করবে সেলাই কাঁথা ভীম-ব্যাটা শোবে বলে
শিশুরা পুকুর পাড়ে আম কাঁঠালের ঝোপে
কেউ কুড়িয়েছে আম কারো পা মালির কোপে
কানাই যখন বৃষ্টি-জলে ভিজছে আদুল গা'য়,
রাধারাণী ছাদের ধারে জল ফেলে পা'পাতায়
ভিজছে শুধু ভিজছে জলে পাগল হবে সবাই
একটি কবি বৃষ্টি লেখে বৃষ্টি বড়োই বালাই।