ইসকুল


-------****-------****---------
১)
ছোট্টোবেলার ইসকুলটা দেখতে ইচ্ছে হতেই
চড়ে বসলাম বাসে
এক বুক উচ্ছাসে
ছুঁয়ে দিলাম চেয়ার
সেরেও নিলাম প্রেয়ার
চোখ বুজে মন রাঙিয়ে নিলাম যাত্রা পথেই।


২)


মাগো, কাল থেকে আর বলবিনা তুই ইসকুলে যা
পড়াতো করেই যাই
বড়দি তবুও মারে
আমার কলম নাই
জামাও সেলাই ঘাড়ে
তার'চে বরং মাজব বাসন তোরই সাথে দুলিয়ে গা।


পুজো টুজো
-------*****----------
পুজো এসে গেলো কুমোরটুলিতে চোখের শেষ টান
শিল্পী পরেশ পাল
তোবড়ানো দুই গাল
পরনের জামা ছেঁড়া
আনন্দাশ্রু ঘেরা
এবার দুমুঠো খাবার জুটলে বাঁচবে বউ, সন্তান।