ছিন্নমস্তা
অদিতি চক্রবর্তী
-----
চোদ্দআনা তোকেই দিয়ে দুই আনাতে আছি
ছিন্নমস্তা ডাকতে পারিস,মুণ্ডু ধরে নাচি
মাঝে মাঝে কল্পতরু দেখছি দু'চোখ বুজে
একটা বুলেট চিকন শরীর ঢুকছে সময় খুঁজে
ঠিকানা কই?কোথায় যাবে অবুঝ চোখের নদী?
জাল বুনছে মাকড়সাদল নজর ছিঁড়ি যদি!
বরং আকাশ অনেক সদয় বুক চিতিয়ে থাকে
একটি তারায় নরকগামী শ্লোক শুনিয়ে ডাকে
মাপতে জানি স্বীকৃত তাই বাড়িয়ে রাখা হাত
যুদ্ধ আছে সম্বলে আজ কৃষ্ণপক্ষ রাত
চোদ্দআনার ইজেল,তুলি, সুখ এঁকে দিক তোকে
দুই আনাতে  খাঁড়ার পিঠটা করছি ঝকঝকে।