অভিমান শেষ হলে এসো
কাজল আঁকো আবার করে
চোরকাঁটা ফেলে ভালোবাসো।
দেওয়াল ঘড়িটা দেখো হাসে
সেও বোঝে বিদ্রুপ বেদনাদায়ক
দূরত্ব বেড়ে গেলে আন্দাজও অসহায়
নীরবতা টিক্ টিক্ শব্দকে আরও ধীর করে
অবহেলা ঘৃণাকে জন্ম দিয়ে ছেড়ে চলে যায়।