দাবী
~~ অদিতি চক্রবর্তী
-----------
নিজের করে পেতে চাওনি আমায় কোনোদিন
কাছে এলে অভিনয়,শুধু অভিনয়
ভেবেছিলে বুঝিনা কিছুই
কাঠপুতুলের মতো সুতোর টানেই প্রেম হয়।
এখন বলছি যেটা শোনো
কোনো একদিন পাশাপাশি শ্বাস নিতে
পাশফেরা চোখ চেয়ে খেয়াল করেছি
শ্বাস কখন হয়েছে ঘন হাপরের মতো
আজ বসে সব কথা চাইছি জানাতে।
যে তুমি আমাকে করে পর,চেয়েছো দোসর
বিধাতা শুনেছে সেই সকরুণ দাবী
ঝড় তুলে তাই তিনি করেছেন মেরুকরণ
এ যে তাঁর হিসাবই।
এ্ জীবন একটাই, হেলায় হারিওনা তাকে
চাইছো যা লড়ে নাও, হেরো বলে বিবেক না ডাকে!
ভয় নেই, না বলেই চলে যাবো কোনো সন্ধ্যায়
অভিনয় ভুলে যেও এরপর,
অভিনয় সাময়িক খুশির তুফান
অভিনয় হৃদয়ে যে গভীর দাগ দিয়ে যায়
ইরেজার মুছতে পারেনা,সে নিজে ছোটো হতে থাকে
দাগানোর জায়গাটা ততোদিনে ছিঁড়ে খানখান।