শ্রমিক দিয়েছে বিদ্রোহ ডাক উপড়ে ফেলতে অভিসন্ধির স্তুপ
তাই ধিকিধিকি উষ্ণ আগুন ফুলকি পেলেই দাবানলে নেবে রূপ।
পুড়ে সাফ হবে অবজ্ঞা চারা গণউল্লাসে ঝাঁপাবে বদ্ধ কূপে
আত্মত্যাগ,রক্ত,খুলি,চাপা রয়েছে এই প্রান্তিক মাটিবুকে।
বিশ্বাসঘাতী গেরুয়ধারীরা এদেশে মেতেছে সুদকষা গণিতে
বেদনার রাঙা ইতিহাস গুঁড়িয়েছে শোষণের নীল শোণিতে।
অজয়ে বয়েছে কতো জলধারা, শীত,বসন্ত হয়েছে পরপার
ধৈর্য্যের বাঁধ ভাঙা জোয়ারে ভ্রান্ত নির্দেশিকা ভাসুক এবার।
বিজয়ের পথে আমরা চলেছি সুনামির ঢল নেমেছে রাস্তায়
শক্তিধর জনবিক্ষোভে ক্রোধ পুঞ্জীভূত শিরা উপশিরায়।
থামাও এবার দাম্ভিক হাঁক দ্রোহকালীন বিজয়গাঁথা লিখবে বিপ্লব
শ্রমিকের বিদ্রোহী হাতের মিছিল সলতে পাকিয়ে দেখো তুমুল সরব।