পুরোনো ক্যালেণ্ডার থেকে গুছিয়ে নিয়েছি
যাবতীয় গোল করা বিশেষ সমাচার
সময়ের ভার কমে কিনা তাতো জানা নেই
এইবারে পাতা ছিঁড়ে যাবো।
তবু কিছু যদি ফুরফুরে হই সেইমতো
লালকালি স্বেচ্ছায় দাগাবো।
বলাতো যায়না! আমি নেই হয়ে গেলে
নতুন লেখাতে বসাবে পুরোনো মন
আর তাতে উপদ্রুত হবে এলাকারা।
আজকাল শরীরে ঋতুরোগ হলে
মনে হয় মিথ্যে ছিলো খেলাঘর
আহারে জীবন! কেবলই গোবেচারা!
আষ্ঠেপৃষ্ঠে লাগা সফরনামায়
কতো খেয়াতরী,কতো পোড়োবন্দর
নাম না জানিয়ে গেলো
কাউকেই পরিচয় দিতে তোয়াজী হইনি
কলম ঘেমেছে আর গলিয়েছে কালি
একপেশে দোষ খ্যাত হলো।