আগুন পুড়িয়ে নিজেও কিন্তু পুড়তে জানে
জাহান্নাম এর শীতের ঘরেও ফাগুন আনে
আগুন নিয়ে করছো খেলা কোন্ সে বলে
আগুন কেমন ছড়ায় দেখো ধোঁয়া ছোবলে
আগুন তো নয়ই, না জল,  বাতাস
রাখেনি কথা,দেয়নি আশ্বাস
লুঠ করে লুঠেরা যখন
দেশভাগের  জমি, খাক্ পরিজন
ঝোপের কোণে জ্বলেছি নিজে
বিরতির টোকা, স্মৃতির ভিজে
দাউদাউ জলযানে একক সাঁতার
কাঁটাতারে স্বাক্ষরিত কাহিনী কথার
সেদিনের দস্তাবেজ জমা দিই আজ
খসখসে চাহনীর কৃপা প্রহরাজ
চুল্লীর ভিতরে বিচারের অপেক্ষাতে থাকি
কেড়ে নেয় দহণ সময়, আমি শূন্য রাখি।