আজকে বুঝি কি পরিমাণ ঘৃণা জমিয়েছিলে
সেদিন যখন ঠোঁট চাপড়ে জানতে বাধা দিলে
এড়িয়ে গেলে জবাব রেখে, "নাঃ,কক্ষনো নয়"
অস্ফুটে এক প্রশ্ন ছিলো, "আমায় সহ্য হয়?"
বিলকুল এক বোকাসোকা মূর্খ মেয়ে আমি
খারিজ করে ভাবনাগুলো কমজোরি বা দামী
হাস্যকর এক ছেলেমানুষী ভরিয়ে ছিলাম মন
কেরামতির জেরে তখন কেবল তুমিই আপন
হদিশ ছিলো আজের মতোই বিশ্রীভাবে জখম
গুটিগুটি গুটিয়ে নিলে ছিপের চারার রকম
উল্টোপিঠের দৃশ্যগুলো ডাক দিলো যেই "বাঁচাও"
কান্নাকাটি পাঁজর ভাঙে, চোখের থেকে উধাও
একলা আমি একুশশতক স্বেচ্ছা নির্বাসনে
ধুলি-মুখোশ তাসুড়েদের নতুন করে চিনে।