একাকী
_____________________
এ শহরে  কার করি খোঁজ?
এ শহরে কেউ বড়ো একা
একা আর একাকীতে  
দিন শেষ করে ফেলে রোজ
তার হাতে উঠে আসে পিছুটান,বৃষ্টিবিমুখ ছাতা
অকারণ হাসি, আজগুবি গল্পে দাপায়
জানলার বাইরের জংলা লতাপাতা
দৃশ্যমান যখন তামাটে হতে থাকে
ঠিক তখনই কে বা কারা কলিং বেলে হাত রাখে
কিছু অশালীন হাসিতে
তাদের কেউবা একলা হবার সুখ
ভেঙে যাওয়া কথা ঝালাই করে নিয়ে
যতবার দিতে গেছি
বুঝেছি দুটো হাতই নুলো,নিষিদ্ধ অসুখ
কতোদূরে গেলে তবু ফেরা যায়,
হারায় যোগবিয়োগের খাতা?
প্রত্যেকে একা আছি কাটাকুটি দাগে
অকাজ গুছিয়ে নিয়ে লিখি অকবিতা
মানুষই ঠিকানা খোঁজে
রাগ সাজায় ভ্রুপল্লবে
হত্যা আসলে খেলা
সেই শিখিয়েছে কবে!
এ শহরে কার করি খোঁজ
এ শহরে কেউ বড়ো একা
একাকীতে ঘুম পেতে দিন শেষ করে ফেলে রোজ।


অদিতি চক্রবর্তী