ফিরোজা আকাশে যতটা তাকাই
চোখ বুজে আসে ঘুমে
নিরীহ সানাই বেজেই চলেছে
বিরহ শব্দ চুমে।


নিরুপায় কাঁদে বৃক্ষছায়া
মধ্যরাতকে চেয়ে
'যাই' বলে যেই চলে গেলো নদী
মেঘ হয়ে গেলো মেয়ে।


চারদিকে শুধু মানুষের ভিড়
নালিশ শোনেনা কেউ
অবহেলা ভরা দশটি আঙুলে
থেমে গেছে নোনা ঢেউ।


সিঁদুর রেখার পথ মুছে গেছে
হাত ছেড়ে গেছে প্রিয়
ফিরোজা আকাশে বেঁধে বসে আছি
সাধের নোঙরটিও।