আসি বলেও আর এলেনা
জমলো পথে ধুলো
চাঁপা গাছে মুকুল এলো
আকাশ মাখা তুলো।
নদীর জলে পাহাড় হাসে
সেদিক চেয়ে থাকি
হঠাৎ সময় ঘণ্টা বাজায়
সবটা বুঝি ফাঁকি!
ওইতো দূরে প্রেমিক যুগল
আমার সেদিন কাটায়
ওদেরও কি আমার মতোই
প্রেমিক সমন পাঠায়?
আমার মতো একলা আকাশ
রাতের জাগা চোখ?
কাশের বনে, তেঁতুল তলায়
চোখ পাকিয়ে  লোক?
সমাজ, নিয়ম,কায়দাকানুন
যতই শিকল পড়ায়
আমার ঘরে ততোই তুমি
ছলাৎ মাটির ঘড়ায়।
তুমিও জানো সবটা বোঝো
তবুও পালিয়ে বেড়াও
পাছে আমার ডানার পালক
করে তোমার  ঘেরাও।
আমি তেমন বোকাই আছি
ভয় পেওনা ছেলে
হেরেই আমি জিততে জানি
নিজেকে হারিয়ে ফেলে।