বৃষ্টি ছিলো টাপুরটুপুর
কমা,কোলন,হাইফেনে
ড্যাস যেদিন টানলে তুমি
সেদিন থেকে হাইড্রেনে।
শালুকঝিলের আঁজলাজলে
তখন থেকে কলমীরা
পাঁক বেঁধেছে,নাক গেঁথেছে
নামজাদা কলমচিরা।
কার জন্য? কেমন করে?
বৃষ্টি তবেে দৃষ্টিহীন?
জ্বর গায়ে সেই লোকটা দোষী
ড্যাস টেনেছে হৃদয়হীন।
------------  
আয় বৃষ্টি, যায় বৃষ্টি
সৃষ্টি তবু বাজায় বীণ।