কখনো আকাশে যদি বিদ্যুৎ চমকালো
তুমিও কি মেঘ হবে বলো?
নাকি ধীরে ধীরে ঝরে যাবে বৃষ্টি ফোঁটায়
আকাশও নিজ পরিচয়ে ফের আকাশীতে সেজে
সূর্য ও চাঁদ বুকে ধরে
তারাদের রেখে দেবে বোঁটায়, বোঁটায়।
তুমি কি পাবেনা টের নীল খামে কেউ
ভালোবাসা লিখেছিলো
ভেবেছিলো আঁখির বসতে পাবে ঘর
আর তুমি কিনা ঝড় হলে তারপর??