তোমার জীবনে কখনো থাকিনি আমি
ডুবেছি ভেসেছি সাঁতার শিখিনি তবু
নুড়ির বুকে এঁকে রেখে জলদাগ
জোড়হাতে শুধু তোমায় ডেকেছি প্রভু।


সেরেংগেটি নামতো সকলে জানে
জানেনা কেবল মিথোজীবী বসবাস
উত্তুরে হাওয়া জানলা কবাট ভেঙে
চুরি করে নিলো সেই ফাঁকে এক লাশ।


তোমার জীবনে কখনো না থাকা আমি
আকাশে বুনেছি প্রতি মাসে এক তারা
প্রতিদিন তুমি কলমে সূর্য রেখে
পৃথিবী  জাগিয়ে ঘুম পাড়িয়েছো পাড়া।


যে জীবনে আমি থেকেও কখনো নেই
অথচ বেজেছে হাজার রাতের ঘড়ি
বাঁচছে সেসব ধ্বনির অন্তরালে
বিষপানে মৃত শতেক কাদম্বরী।