নিজের সাথে কইছো কথা?
গাইছো কি গান পাখির শিসে?
কিম্বা ইচ্ছেকুঁড়ির সুবাস
ছড়াচ্ছো কি মাঝ চল্লিশে?
জানো তোমার চোখের পাতায়
সেদিন আমি খোঁজ দেখেছি
যেন হরেক চাবির গোছায়
বন্ধ তালার ঘর রেখেছি।
সত্যি কথা বলছি তবে
জেতার সিঁড়ি তোমার পা'য়
হড়কে গিয়ে ফের সামলাও
কারণ সফল হবার দায়
হেরো আমি সব কালেতেই
তিন ছক্কা লুডোর চাল
শিখিয়ে দেবে মন্ত্র খানা
ম্যাজিক বোর্ডের মায়াজাল?
নিজের সাথেই কইবে কথা?
আমার বেলায় নিরুত্তর!
আর কিছুনা চাইতো কেবল
দরজাখোলা মনের দোর।