চোখ দিয়ে ছোঁয়া যায়
এতো কাছে শুয়ে থাকো রোজ
অক্ষমতা জানান দিলে
বিতৃষ্ণার নগ্নতা খায় ভোজ।
এই চোখে জল নেই
শিউলি হয়ে ছড়িয়েছে ঘর
পাথরের আয়ু নিয়ে কাটে দিন
ছায়া হাঁটে এরপর
তৃণ মরে কুটো হলে
সেও তবু বাবুই এর বাসা
ফেরিঘাট জানে নদীটা আপন
নোঙর নিছক মান্তাসা।
কাজল এঁকেছি চোখে
চোখে আজ মৃত উৎসব
ঈশ্বর খুনী হলে
অঞ্জলি ভুলে যায় স্তব।