কতোকিছু হয়!
ফুল থেকে শাখা সরে
ডানা ঝেড়ে ফেলে নীলাকাশ
জল ছেঁকে জালে ওঠে মাছ
মাটি ভেঙে আলো খোঁজে মুথাঘাস।


কতোকিছু হয়!
ঘর ভাঙে,পাল্টায় নদী চড়
আগুন পুড়িয়ে রাত,নাচে ধুনুচি
শব্দকে খানখান করে বাঁশি
ভ্রুকুটিতে কপালে ফেলে কুঁচি।


কতোকিছু হয়!
চিড় ধরে অভ্যাসে,জং মাখে ছুরি
ম্যাজিক কোতল করে জ্যান্ত মানুষ
কারো বুক ফাটলেই,কারো বাহাদুরি।


কতোকিছু হয়!
সময়ের সাথে আড়ি ভাব
ইচ্ছেরা শাবলে পাঁজর ভাঙে
নোটিশ টাঙিয়ে দিয়ে ছুটে যায় প্রেম
শববাহকের ভাটিয়ালি গাওয়া মরা গাঙে।
@অদিতি