সহজ করে ভাবতে গেলে অ-সুখ এখন
লিলিথ তুমি এমন করেও মিথ্যে ঢাকো!
উন্নত নয়,ভিন্নতর জীবন পেতে
নিয়মভাঙার বাজি জিতে ডিঙাও সাঁকো।
লাভ ও ক্ষতির অঙ্কে আমি বেদম কাঁচা
জানতে ইচ্ছে করে লিলিথ কেমন আছো?
স্মৃতির ঘরে একটিমাত্র রঙের ছটা
ওজোনদরে বেচা হৃদয় কোথায় কাচো?
বুকপকেটের অর্থনীতি ভাবলে কেবল
অভিযোগ আর দোষারোপের রোজনামচায়
প্রত্যাশা আর প্রাপ্তি যখন ড্যাস, হাইফেন
টিকবে কি আর লক্ষ্যপূরণ সোনার খাঁচায়?
লিলিথ তোমায় ভুলে থাকার চেষ্টা করি
অন্ধকারে সাঁতারকাটি শিমুল তুলায়
বিদায় জানি আয়োজনের অপ্রয়োজনে
তোমার গল্প ইচ্ছেমতোন চাপাই চুলায়।
ঠকতে আমি ভালোবাসি জানতো লিলিথ
না-পাওয়া সব গল্পগুলোর লেখক আমি
মেঘ যদিনা বৃষ্টি ঝরায় চুক্তিমত
নদীর তবে কপাল লিখন বিপথগামী।
লিলিথ তোমায় দোষ দেবোনা অকারণে
জলের মাছের ভেজা কথার মানেতো নেই
শিরশিরে সব ব্যকুলতা আমার অসুখ
বন্ধ্যাপুরুষ ভিক্ষেচাওয়া রাত্রি জাগেই।