কোনো এককালে হাত ধরে হাঁটা ছিলো
মাধবীলতা বারান্দাতে আলতো ছোঁয়া
অস্ত্রপচারে বাদ দেওয়া ভয়,ভ্রুকুটি,
বুকের ভেতর বৃষ্টি ভেজা গন্ধ ধোয়া।
কেচ্ছা ছিলো ত্রিকোন দাঁতের ঠোঁটের কামড়
তেরছা চোখের ঈর্ষা ছিলো পাড়ায় পাড়ায়
পায়ের ওপর পায়ের পাতার লজ্জা শরম
উলটো হাওয়ায় পথের ভুলে সন্ধ্যেতারায়
তোমার ভেতর নরম হওয়ার গল্পগুলি
দিনবদলে চিহ্ন হলো কালির দাগের
আজ রেখেছি ভাঁজ করে সব সফেদ পাতায়
তোলপাড়ে যা খুঁইয়েছো সব আমার ভাগের
দোহাই এবার আমায় ছাড়ো ঘুম পেয়েছে
রোজকার দিন মাছের কাঁটায় সাজিয়ে রাখি
বারমুখো নই ফোলা চোখের বৃদ্ধ জীবন
দূর থেকে আজ মৃতের চোখে তাকিয়ে আছি।