সমর্পণে খুলে রেখে যাস
তোর সব রাধাচূড়া আর বক্ষবাস
অতিকথা ছড়িয়েছে বেহিসেবী
ভূগোল বিছিয়ে রেখে নোলক সাজাবি?
অনুভব করতাম উদ্দীপন শ্বাস
রাতভোর ছানাছানি করতিস যতো চাস
কার আছে বল ঝলমলে নির্জন রাত?
অভিশপ্ত হতে চেয়ে কতোবার কঁকিয়েছে হাত!
স্পন্দনে খসে গেলো তোরও আমি রঙ
বলা ভালো,মোম গলে ভোরকে চেনালো বরং
এবারেতে আমি অক্ষম
সঠিক চেলেছে ঘুঁটি
কে জানতো বল?
ঘুম কেউটের বিষ বদলেছে বসার আসন,
আসনের মৌতাত,মৌ লোভী খুঁটি।