ঠিকমতো মাটি, জল পেলে
বেড়ে যায় কিছু আগাছা ও
এমনকি ভাগ্যরেখাও করতলে রাখে দস্তখত
তিলরঙ লাজুক চিবুকের এক কৃষ্ণকলি
লক্ষণরেখা ভুলে অন্য কক্ষপথ।
সেখানে কথারা জানে
কুয়াশারা যার গল্পকে আলপনা আঁকে
সেই বিস্মরণে মেলেনা সমাধান
বলা ভালো, মানুষে মানুষে হাত ছোঁয়া অক্ষয়
অপচয় পাতাহারা গাছে,
পাতার বাঁশিতে কখনোই নয়।