তোর সাথে খুব ঝগড়া ছিলো
ভাবও তেমন গলায় গলায়
রাত ফুরোতেই বাত ফুরাবে
আন্দাজে কি সব ভাবা যায়!
ক্লাসের ঠিক শেষ বেঞ্চি
জানলা পাশে সবুজ বালক
আড়চোখে চায় দুই বিনুনী
একটেরে খুব? কিন্তু তা'হোক
আজকে কেবল বোবা প্রহর
জীবন মাপে নাড়ির গতিক
সর্বস্বান্ত কন্দ মূলে
তুইও তো আছিস প্রাসঙ্গিক।
দ্বিচারিতা তোর স্বভাবে
আমার ভাগে জোর ঠকাস্
সেলিব্রিটি তুই'টা খবর
নোংরা, এঁটো আমার বাস।
আবার যদি ঠুনকো দাবী
তোরই কাছে দাখিল দি,
ছিঁড়কুটিতে উড়িয়ে দিবি?
পেন্সিলস্কেচ মুছবে কি!