মুঠো তো খোলাই ছিল প্রেম
পথ রেখে পথপাশে দাঁড়িয়ে ছিলেম।
তুমি এসে মেপে দিলে ত্রিভূজ,চৌখুপি
বৃত্ত ও গোলকের চলনের ব্যাঙ্কিং কোণ
তার থেকে বেরোবার ঝুঁকি।
তুলে নিলে কাঁটাঝোপ,বসালে কলার চারা
পুকুরের শেষ ধাপে সবজে শ্যাওলারা
ঝটকায় ঝাড়ু মেরে সাফ।
আমিও সাতখুন মাপ চেয়ে
এই এত্তো নেবো বলে ব্যাগ গুছালেম।
চাপাচাপি,ঠেসাঠেসি কাঁধ ঝুলে 'দা'
এখানে সেখানে ব্যথা উঁকিঝুঁকি মারে
আর এর ফাঁক বুঝে তুমিও তো 'ধা।
ফের এসে হাঁটো যদি তাই জানালেম
পথের লুকোনো বাঁকে দীঘি খুঁড়ে রাখা আছে
জল তার সেঁকো বিষ, শাদার ফেনিল
ডুুব দিতে পারো যদি তুলে এনো 'দিল'
মুঠো তো খোলাই আছে প্রেম
দাগ-ছোপ গরজের গালাগাল বই নয়
তার ভয়ে কেন বলো পিছিয়ে এলেম?