জারুলের পিছুডাক এতো তার হাতনাড়া
বেগুনী নরম মায়া মায়া নিদ্রা জড়ানো আলো
পথ কুড়োতে সেই সহসায় কার্ফু ভাঙতেই
পায়ের থেকে পথের ঠিকানা নিমেষে তফাৎ গেলো ।
হলুদ হলুদ অমলতাসে বৌ-কথা কও
দাগিয়ে নিয়ে পেলব ডানায় উল্কিক্ষত
দেমাকী বিকেলে নির্বিবাদেই ফসিল কারুকাজ
ফিকে হয়ে মিশে গেলো যাদুটোনার মতো ।
বাকলে, শিকড়ে, কথা রাখলনা জমা
দরজা আড়ালে পর্দা নিকুচি বারান্দা কোণ
গোড়ালিতে ভরদুপুর নামিয়ে হরপ্পা মেয়ে
টপকে গেলো শতেক নতজানু উচ্চারণ
সরণি থেকে চুঁইয়ে আসে বেগুনী আলো
বসন্তদাগ গুনে নিতে যত পড়শিরা উৎসুক
নিষিদ্ধ সব ঠিকাদার গণ চাঁদমালা নিয়ে হাতে
নিষিক্ত সব জারুলেরা আজ চাঁদমারি বুক।