কবিরা মানুষ নয়, মানুষের মতো
অভিনীত সোয়েটারে বোতাম নামক এক ঘূণপোকা ঘর
সম্ভাব্য প্রকল্পে ঠোক্কর দেওয়া এক গাল দাড়ির দিব্যি।
স্তন খোঁজ জারির হাঁটুভাঙা ভবঘুরে পাখিচোখের দল
মায়ের শরীর ভেঙে আলো নিয়ে আঙুল নেড়ে ছিল
আঙুল ডুবিয়েছিল কবির কোঁকড়া চুলে একদিন
অজাত ভোরের ঘুমে ঢুলেঢুলে শব্দ বীজ পুঁতে চলা কবিকে বুঝিয়েছিল,
'পণ্ডশ্রম ছাড়া বসন্ত আসে না কোনদিন।'
নিজগর্ভে জন্ম ধারণ করা কবির মাথা সেই থেকে পা হয়ে যায়
জঠরে ঘুঙুর নাচে, জঠরে ঘুঙুর বাজে,বিভোর জাগায়।
মৈথুন শেষ হলে ঝুরঝুর খসে পলেস্তারা
কুর্চিপাড়া হারানোর কপালের ভাঁজ লেখে চিত্ত-ঘরামী
কবিতার ফিচলেমি,আর্তনাদ,ভৎসনা, দেহস্বপ্ন , গর্জে ওঠে যত
সহবত বলে চলে-
কবিরা মানুষ নয়, মানুষের মতো।