ফুল না ফুটলে বাসা বাড়ি খানা ঘর হয়ে ওঠেনা
ফুল না ফুটলে তুইও ক্যাবলা আমিও অানমনা
ফুল না ফুটলে কি গন্ধরাজ? কিসের রজনীগন্ধা?
ফুল না ফুটলে রোদ-দূরে নামে শীত কুয়াশা সন্ধ্যা
ফুল না ফুটলে তোর ভাঙা দাঁতে নিমের সবুজ দাঁতন
ফুল না ফুটলে মৌচাকে মিছে মাওয়ালীর সাতকাহন
ফুল না ফুটলে ফুলজলসায় পোকার কামড় খাই
ফুল না ফুটলে করজোড়ে বসে চোখের ভিক্ষা চাই
ফুল না ফুটলে অঙ্ক খাতার শেষ পাতাটায় যা'তা
ফুল না ফুটলে ফিজিক্স বালক ইকুয়ালটু কবিতা
ফুল না ফুটলে শরত ভাসেনা হাসেনা মায়ের মুখ
ফুল না ফুটলে বসত হাঁপায় কা'কা' ডেকে যায় সুখ
ফুল না ফুটলে তোকে ছোঁওয়ার বিঘত জমিটা মাইল
ফুল না ফুটলে ময়ূর নাচলে চোখ বোঝে গাংচিল
ফুল না ফুটলে তুই ছবিঘর,আমার মেলেনা টিকিট
ফুল না ফুটলে ফস্কা গেরোটা ফাঁকবুঝে যম গিঁঠ
ফুল না ফুটলে দাবার ঘোড়াটা আড়াইশো ঘর হাঁটে
ফুল না ফুটলে ঠোঁটের কঠিন জিভের নরম চাটে
ফুল না ফুটলে কানুর বাঁশিটা তালেকানা কিনুগলি
ফুল না ফুটলে একশো ছাগল এক হাঁড়িকাঠে বলি
ফুল না ফুটলে তোর ছবিটাও অসভ্য কোথাকার!
ফুল না ফুটলে ইচ্ছেচারাতে ফল ধরে বারবার
ফুল না ফুটলে বেদম শ্যাওলা,পিছল সিঁড়ির ধাপ
বন্ধু আমার বলতো ফুল না ফোটা কি অভিশাপ?