বাঁকা চাঁদ পুড়ে যায় ঝুমকোলতায়
ভিজে চোখে চারপেগ লতিয়ে বেড়ায়
সাদা মেঘ বাঁধা রেখে স্ফটিক কালো
মেলানকলিতে ডুবে বেসাতী চেনালো
চন্দ্রতিথির ক্ষয় ছলনার বিষ
রাতের শহরে জাগা মেট্রোপলিস
কালপুরুষ এর ট্যাটু তেইশ ওয়াট
দোপেয়ে দৈত্যের মাগ্গি প্রমাদ!
হু হু ডাকে মুহুর্মুহু তীক্ষ্ণ ছুরিফলা
ঝুমকোলতার ফুলে হিরাকস দলা
আঁধার শুনেছো কেউ জন্মপাপে?
কবির খাতায় লেখা বিষণ্ণ সংলাপে।