সর্বনাশ হবে,সর্বনাশ হবে তোর
পাগলিটা একমনে বলে চলে দিনভর
ঢিল ছোঁড়ে,জামা ছেঁড়ে,রাস্তার জমা জলে
সেরে নেয় কাকস্নান।
এরপর হেসে উঠে বসে টানটান
আঁকিবুকি কেটে নেয় থালা,বাটি গ্লাস
মিছিমিছি খেয়ে ফেলে কয়েক গরাস
চুল চুলকিয়ে টান মেরে সর্বনাশ আনে
নখের ডগায় টিপে, মেরে ফেলে জানে
ছেলেপিলে উল্লাসে ছোঁড়ে ঢেলা,লাঠি
লৌকিক সভ্যতা মেলে ধরে দাঁতের কপাটি
চেঁচিয়ে বলতে থাকে, "পাগলি, কে তোর বর?"
পাগলির ও চিৎকার-মর্ মর্ মর্
এইভাবে দিন কাটে বড়ো হয় ছেলে
শুষে নিয়ে উষ্ণতা পাগলিকে ফেলে।
আমরা সবাই জানি
তাপে ও পাপের নুন- ঘামে সেঁকা পাগলীর যোনি
ফুটপাথে হেসে ওঠা মুক্ত বিপণি।