জানিনা কি আসল নকল
জানি শুধু রোষানল নিভে গেলে
সেঁকো বিষ লাল থেকে নীল
শাদা ধোঁয়া ফুলে ফুলে উঠে যায়
ছুঁতে চেয়ে মেঘের পাঁচিল।
ফেলে আসা সেই সব দিনে
কত প্যাঁচ-পয়জার,কসরত খেলা
দিনের গর্ভে রাত, ইঁদুর দৌড়
পান থেকে চূণ খসল কিনা
আলজিভ আড়ভাঙা খিস্তি খেউর।
কিভাবে ফুরিয়ে আসে আলো
শিথিল জরিপে নামে জলসার ঝিঁঝিঁ
ডানা মেপে উড়ে যায় পাখি
ভাসার যত্ন থেকে সরে এসে ভাবি
এযাবৎ ঘটমান সব কিছু ফাঁকি?
সুন্দর তার ভান কেড়ে
লসাগু, গসাগু হয়ে সিঁড়িভাঙা ধাপ
বিন্দু বদলে নেয় রেখারগণিত
আসলে প্রকৃত সরণ বলে কিছু নেই
সমে পড়ে তারাণাতে কাঁদছে অতীত।