নিরালায় বসে ভাবছি প্রাণের রবি
একাকিনী বসে শিলাইদহের ঘাটে
প্রতীক্ষাতে  বিকাল ভেজা শ্রাবণ
ছন্দে সুরে বাউলিয়ানা ও পাটে।
তোমার ছবি আর একটুকাল সুখ
আনমনা হই মধুলোভী নীল পাখি
চোরকাঁটা এসে বুকের গভীরে ফোটে
তোমার দীঘল চোখ চেয়ে ফুল রাখি।
বলেছিলে কবি কঠিনের মুখোমুখি
ফকিরি শরীরে সহজে নামাতে ভার
পোঁতা যায় এক আলোকিত আশাতরু
নারীকে আপন ভাগ্য জয় করবার।
সম্বল কই? কি দিয়ে গড়ে তুলি ঘর?
হৃদয় পুড়িয়ে তুমি আছো পর পর।