স্বাধীনতা তুমি কার?
প্রশ্ন আছে সবার
উত্তরে রা নেই
যার খাবারে অরুচি
নাকি যে খালি পেটেই?
স্বাধীনতা তুমি কই?
খুঁজে ফিরি পই পই
রাতে রয়েছ না দিনে
মন্দেতে না ভালোয়
পারছিনা নিতে চিনে!
স্বাধীনতা তুমি রঙ?
শাসক দলের ভড়ং
শোষিতের ঢঙে নাই
পতাকায় আছো হাতে
যেহাত হয়েছে কসাই।
স্বাধীনতা তুমি বৃদ্ধ?
বয়স সত্তরোর্ধ
ককটেল আর কনিয়াক
জমিয়ে দিলো শহীদ দিবস
আবেগ চুলোয় খাক্।
স্বাধীনতা কোন ধর্ম?
আছে কি চক্ষু-চর্ম
উর্বরা কেন শোষণ,হনন
শাখাপ্রশাখায় ফুলে ফুলে
ক্ষুধা,অশিক্ষা, ধর্ষণ?
স্বাধীনতা তুমি স্বাধীন?
অন্তরে কার অধীন
যদিও বিদেশী নিয়েছে বিদায়
দিয়ে গেছে কিছু সুবিধাবাদী
যারা গদি সামলায়।