এখন কেন নয়? প্রশ্ন ছিলো মনে
মাথা এমন নাড়িয়ে দিলে তুমিও কুক্ষণে!
বুঝতে গিয়ে ভিরমি খেলাম বড়ো
তেমন সরোগরো দিদি ছিলো, বুদ্ধিতে তুখোড়ও।
এখন কেন নয়?
মাথায় ঘোরে, দাপিয়ে বেড়ায়
জাদুর ছড়ি বুলিয়েছিলে কারসাজিতে বেকায়দায়
আমার মতো কমদামীকে
জব্দ করে বুঝিয়ে দিলে
নেহাত খুবই তুচ্ছ আমি তোমার সুলভ
সময় দোষে ঘুরিয়েছিলে ভুল ঠিকানার নব
ভাবলে এবার ফুরিয়ে গেছি,
আর কিছুতে আনন্দটাই মাটি
নিজের ওপর এতোখানি আস্হা তোমার?
আর কারোতে নেই ভগ্নাংশটি?
কি হবে এবার?
দিলাম তোমার কবজি কেটে
মাথার ওপর পায়ের চেটোর ছাপটও সেঁটে
লালের সাথে ফূর্তি করো টগবগিয়ে
ডুবসাঁতারে যাচ্ছো শরীর রমরমিয়ে
ভয় পেয়েছো? পালাবে নিশ্চয়?
এতোখানি সঙ্গ করার পর,চেয়েছিলাম পাশে জীবনভর
একটি ঘরের দাবী ছিলো,
এখন কেন নয়?