ফিরতে চাইনি আর ঘূর্ণলেখ হাওয়াটির মতো
এমনকি দেখে ফেলা ক্ষত
পুড়িয়েছি জমিজমা জুড়ে
খাঁ খাঁ রোদ্দুরে
শীত শীত দুপুর পেরিয়ে
বীজ শুধু বুনে গেছি আমন-আউস
একদিন ...দরদামে গররাজী কেউ
এ শরীরে এঁকে দিলো ব-দ্বীপের ছবি
ধার বাকী সবই রয়ে গেল
ঢেউয়ের গোপনে
আমার উঠোনে সেই থেকে সুপ্রাচীন রাত
এই তো আমার চলা
বিন্দু বিন্দু আমার প্রপাত।